পঞ্চায়েত অফিস ও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে বোমা উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের বোলপুর থানার সিয়ানমূলকে। বুধবার, সকালে তৃণমূল কার্যালয় ও পঞ্চায়েত অফিসের সামনে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে সুতলি বোমা পড়ে থাকতে দেখা যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়। বোলপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ।