মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করে যথেষ্ট সন্তুষ্ট হয়েছে বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরই টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যপাল। যদিও বৈঠকে ঠিক কী কী বিষয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে, সে ব্যাপারে রাজ্যপালও কিছু খোলসা করেননি।
এদিকে, রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কী বিষয়ে কথা হয়েছে এ সম্পর্কে রাজভবন কিছু বলেননি।এদিন বৈঠক শেষে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করেন রাজ্যপাল। সেখানে দেখা যায় রাজ্যপাল ও তাঁর স্ত্রী’র সঙ্গে খোশ মেজাজে রয়েছেন মুখমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু, নানা কারণে রাজভবনে আসেননি মুখ্যমন্ত্রী। ২৬ জানুয়ারি অবশ্য প্রোটোকল মেনে রাজভবনে চা চক্রে যোগ দিয়েছিলেন তিনি।






























































































































