ঘরের মাঠে চেন্নাই এফসির কাছে হেরে গেল এটিকে। ছন্নছাড়া ফুটবল খেলে ৩-১ গোলে লিগ শেষ করল এটিকে। ফলে লিগ টেবিলে শীর্ষে থাকার আশা এটিকের শেষ। যদিও ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছেছে। রবিবারের ম্যাচে এটিকের টার্গেট ছিল গোয়াকে সরিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা। কারণ লিগ টেবিলের শীর্ষে থাকলে পরের বছর এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে এটিকে। আর সেমি ফাইনালে পৌঁছতে চেন্নাইকে জিততেই হতো। চেন্নাইয়ের হয়ে গোল করে ক্রিভেয়ারো, স্কেম্বি ও ভালস্কিস। এটিকের একমাত্র গোল করেন কৃষ্ণ।






























































































































