দিলীপের শ্লেষ এবার মুখ্যমন্ত্রীকে

0
3
ফাইল চিত্র

আবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। অরবিন্দ কেজরিওয়ালের শপথে মুখ্যমন্ত্রীর ডাক না পাওয়া নিয়ে তিনি বলেন, মেট্রোর ডাক না পেয়ে উনি যে কষ্ট পেয়েছিলেন, তারচেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছেন কেজরিওয়াল না ডাকায়।

দিলীপ বলেন, উনি বসেছিলেন ডাক পাবেন বলে। ভোটের আগে সমর্থন করলেন। পুজো দিলেন। ভাই বললেন। আর ভাই কিনা শপথের পর ভুলে গেলেন? এদের নিয়েই উনি কিনা বিরোধী ঐক্য করতে চেয়েছিলেন?

আরও পড়ুন-সঙ্কটমুক্ত নয় পোলবা কাণ্ডে আহত দুই খুদে পড়ুয়া, ট্র্যাকিওস্টমির সিদ্ধান্ত চিকিৎসকদের