অরবিন্দ কেজরিওয়ালের শপথে প্রধানমন্ত্রী ও দিল্লির সাংসদরা আমন্ত্রিত। প্রধানমন্ত্রী তাঁর নিজের সংসদীয় এলাকা বারণসী যাবেন। ফলে তাঁর সম্ভাবনা বেশি। কোনও সাংসদ থাকবেন কী? দেখার বিষয় সেটা। বিজেপির ৮ জয়ী বিধায়ককেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেজরিওয়ালের শপথে নিশ্চিতভাবে ভিআইপি ৫০টি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, পরীক্ষায় প্রথম স্থানাধিকারী পড়ুয়া, অটোচালক, সাফাইকর্মী। আর সে নিয়ে কেজরিওয়াল আরও বেশি মানুষের শুভেচ্ছা পাচ্ছেন। মন্ত্রিসভায় মণীশ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাশ গেহলোট, ইমরান হুসেন, রাজেন্দ্র গৌতম মন্ত্রী হচ্ছে। নতুন মুখ হতে পারেন তরুণ চার্টার্ড অ্যাকাউনট্যান্ট রাঘব চাড্ডা বা অতিশী মারলেনা।































































































































