একঝাঁক মন্ত্রী-আমলাদের উপস্থিতিতে সূচনা সুকন্যা রানের

0
9

বিধাননগর সিটি পুলিশের উদ্যোগে সুকন্যা রান (ম্যারাথন দৌড়)-এর আয়োজন করা হয় আজ, রবিবার। ফ্ল্যাগ হোস্টিং করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী লক্ষীরতন শুক্লা, দমকল মন্ত্রী সুজিত বোস, রাজ্যসভার সাংসদ দোলা সেন, বিধাননগর পুলিশ কমিশনার লক্ষী নারায়ণ মিনা।

এদিন সল্টলেক পুলিশ কমিশনারেটের অফিসের সামনে থেকে ভোর পাঁচটায় সুকন্যা রানের সূচনা করা হয়। ২১,১০, ৫ এবং ৩ কিলোমিটার এই চারটি পর্যায়ে ১০ হাজার প্রতিযোগী অংশ নেয়। পুরুষদের পাশাপাশি মহিলা এবং শিশু প্রতিযোগীরা অংশ নেয়। অংশ নিতে দেখা যায় ব্লেট রানার প্রতিযোগীকে। বলা যায়, আট থেকে আশি সকলেই অংশ নিল বিধাননগর সিটি পুলিশ আয়োজিত সুকন্যা রানে।