আর কিছুক্ষণের মধ্যেই তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে শপথ। সঙ্গে শপথ মন্ত্রিসভার সদস্যদেরও। কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন, তাঁর মন্ত্রিসভায় কোনও পরিবর্তন হচ্ছে না। রামলীলায় এর আগের দু’বারই শপথ নিয়েছিলেন কেজরিওয়াল। প্রায় এক লাখ লোক এই ময়দানে ধরলেও কতজন আজ কেজরিওয়ালের শপথে থাকেন সেটাই দেখার। কেজরিওয়াল প্রধানমন্ত্রী ছাড়া আর কোনও রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানাননি। দেখার বিষয় নরেন্দ্র মোদি শপথে হাজির থাকেন কিনা।































































































































