করোনার জেরে বড় ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির

0
2

করোনা নিয়ে আতঙ্ক থাকলেও অলিম্পিকসের সূচি নিয়ে কোনও পরিবর্তন হচ্ছে না। জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুই সংস্থা জানিয়েছে, এখনই অলিম্পিক টোকিও থেকে সরানো হচ্ছে না। ফলে নির্ধারিত সূচি মেনেই অলিম্পিকস আয়োজন করা হবে টোকিওতে।

চলতি বছরের শুরুতে চিনে দেখা দিয়েছে নভেল করোনাভাইরাস। ইতিমধ্যেই করোনার জেরে প্রাণ গিয়েছে ১৫০০ জনের। রোগের সমাধানসূত্র এখনও অধরা। বিশ্বের ২৫টি দেশে ছড়িয়েছে সংক্রমণ। করোনায় আক্রান্ত শুক্রবার জাপানে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত ২ জন। এদিকে জুলাইয়ের শেষে অলিম্পিক শুরু হওয়ার কথা টোকিওতে।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, টোকিও এখনও পুরোপুরি নিরাপদ। তাই অলিম্পিক সরিয়ে নিয়ে যাওয়ার বা স্থগিত করে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। তবে, মারণ ভাইরাসের কারণে আয়োজকদের অতিরিক্ত সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে সংস্থা। এবছর অলিম্পিকে ২০০ দেশের প্রায় ১১০০ অ্যাথলিট অংশ নেবেন। টোকিও যাওয়ার কথা কয়েক হাজার বিদেশি দর্শকেরও। অলিম্পিক্স সংযোগকারী কমিটির চেয়ারম্যান জন কোটস বলেন, করোনাভাইরাসের জন্য নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অলিম্পিক হওয়া নিয়ে কোনও সংশয় নেই। তবে চিন থেকেই সবচেয়ে বেশি সংখ্যক অ্যাথলিট অলিম্পিকে অংশ নেবেন। তাই অ্যাথলিটদের নিয়ে চিন্তা থাকছে।

আরও পড়ুন-এনআরসি হলে আমি আগে ডিটেনশন ক্যাম্পে যাব: গেহলট