স্থানীয়দের আপত্তিতেই দেরি, খরচ বেশি! ইস্ট-ওয়েস্ট মেট্রোর দরজা খুলেও বিতর্কে রেলমন্ত্রী

0
2

বহু চর্চিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করে দরজা খুলে দিলেও, এদিন একটি মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন অনুষ্ঠানের একটি পর্বে গোয়েল নাম না করে স্থানীয় মানুষদের তোপ দাগেন।

তিনি বলেন, “২০০৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হয়েছিল। কিন্তু কিছু মানুষের আপত্তিতে রুট পরিবর্তন করতে হয়। যার জেরে ৩ বছর কাজ বন্ধ ছিল। এটা দুর্ভাগ্যজনক। আর এই ৩ বছর দেরির জন্য কাজের খরচ বেড়ে গিয়েছে, সবথেকে বেশি যেসব প্রকল্পে বরাদ্দ হয়েছে, তার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো অন্যতম। স্থানীয় সমর্থন পেলে দ্রুত কাজ করতে পারতাম।” তাঁর এই বক্তব্যের পরই স্থানীয় মানুষদের মধ্যে আলোড়ন তৈরি হয়। তাঁদের দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতে রেলমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন। মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিতর্কিত মন্তব্য করে পরোক্ষে বাংলার মানুষকেই অপমান করলেন গোয়েল

পাশাপাশি, ঘুরিয়ে রাজ্য সরকারের অসহযোগিতার দাবি করেন রেলমন্ত্রী। তাঁর কথায়, “কিছু জায়গায় জমি সমস্যা আছে। কিছু জায়গায় রাজ্য সরকারের সাহায্য দরকার। আশা করব, সরকার সাহায্য করবে। ভালো সাহায্য পেলে বাকি মেট্রো প্রকল্পগুলি তাড়াতাড়ি শেষ করতে পারব।”

সবশেষে তিনি বলেন, “রেলের আরও অনেক প্রকল্প পশ্চিমবঙ্গে আনতে চাই। কিন্তু আনতে পারিনি। আশাকরি, বর্তমান রাজ্য সরকার অনুমতি দেবে। তাহলেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। আমি আশা করব অবস্থার পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গ থেকে আগেও অনেকে রেলমন্ত্রী ছিলেন।”