কেজরিওয়ালের শপথে আমন্ত্রিত ‘মিনি মাফলারম্যান’

0
3

দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন নিমেষে ভাইরাল হয় একটি ছবি- সেটা হল আপ এগিয়ে আসতেই আপের প্রধান কার্যালয়ের সামনে বাবার কাঁধে চেপে পোজ দিচ্ছে ‘মিনি মাফলারম্যান’ বা ‘মিনি কেজরিওয়াল’। গলায় মাফলার, পরিচিত মেরুন রঙের সোয়েটার আর নাকের তলায় নকল গোঁফ। এই ছোট কেজরিকে সংবাদ মাধ্যমে দেখা যেতেই মুহূর্তে ভাইরাল৷ সব টিভি চ্যানেল, নিউজ পোর্টাল ও সংবাদপত্রে তার ছবি ছাপা হয়। যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি। সেই ‘টক অফ দি টাউন’ শিশুকে শপথে ডাকার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। আপের টুইট হ্যান্ডেলে জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি শপথে আমন্ত্রণ জানানো হচ্ছে ‘মিনি মাফলারম্যান’কে৷ আপের এই সিদ্ধান্তে খুশি দিল্লিবাসী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী আমন্ত্রিত নন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনকে লজ্জাজনক বললেন তাপস