রাজধানীতে নোটার থেকেও কম ভোট বামেদের

0
9

দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাড়ুর ঝড়ে যে শুধু বিজেপি-ই কুপকাৎ তাই নয়, খাতা খুলতে পারেন কংগ্রেসও। একই সঙ্গে জেডিইড, বিএসপি, এনসিপি-রও ভরাডুবি। কিন্তু সিপিএম-সিপিআইয়ের হাল বোধহয় সবচেয়ে শোচনীয়। নোটার থেকেও কম ভোট পেয়েছে সিপিআই. সিপিআইএম। যেখান নোটায় ভোট পড়েছে দশমিক চার ছয় (.৪৬) শতাংশ, সেখানে সিপিআই পেয়েছে দশমিক শূন্য দুই (.০২) শতাংশ। আর কম ভোট পাওয়ার নিরিখে তাকেও টপকে গিয়েছে তার জোট সঙ্গী সিপিআইএম। তাদের ঝুলিতে পড়েছে মাত্র দশমিক শূন্য ১ (.০১) শতাংশ।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেলে হামলা, বাম ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের মাথায় ১৬টি সেলাই নিয়ে সাংবাদিক বৈঠক, কানহাইয়া কুমারের জ্বালাময়ী বক্তৃতা-এই সবকিছু সংবাদ শিরোনাম এলেও, তার বিন্দুমাত্র ছাপ পড়েনি ইভিএমে। এ নিয়ে একেজি ভবনের অন্দরে কাটাছেড়া চললেও, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জয়ের জন্য আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে টুইটে অভিনন্দন জানান। বিজেপি-র হিংসাসূলক ও বিভেদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেন জন্য তিনি অভিনন্দন জানান দিল্লিবাসীকেও।