প্রায় এক বছরের উপর ধরে চলা তদন্তের শেষে ঘুষকাণ্ডে ক্লিনচিট পেলেন সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা ও ডেপুটি এসপি দেবেন্দর কুমার। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সারবত্তা নেই বলে আদালতে এই তদন্তের চার্জশীট পেশ করে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশীটে ৭৬ জন সাক্ষীর উল্লেখ রয়েছে, যাদের মধ্যে ১৬১ ধারায় ৪২ জনের সাক্ষ্য নথিভুক্ত হয়েছে। রাকেশ আস্থানা ছাড়াও এফআইআরে নাম থাকা র’এর প্রাক্তন প্রধান সমন্থ গোয়েলকেও ক্লিনচিট দিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, রাকেশ আস্থানার বিরুদ্ধে হায়দরাবাদের ব্যবসায়ী সতীশবাবু সানাকে মাংস ব্যবসায়ী মইন কুরেশির বিরুদ্ধে চলা তদন্ত থেকে ছাড় দেওয়ার বিনিময়ে ২ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই ২০১৭ সালে আস্থানার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেন সিবিআই-এর তৎকালীন ডিরেক্টর অলোক ভার্মা। সেইসময় ভার্মার বিরুদ্ধেও কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছিলেন আস্থানা। তদন্তের স্বার্থে কেন্দ্রীয় সরকার দুজনকেই সিবিআই থেকে সরিয়ে দেয়।































































































































