ভোটের ফল বেরনোর পরেই গুলির রাজনীতি শুরু দিল্লিতে। আম আদমি পার্টির বিধায়ককে লক্ষ্য করে গুলি চলল। অল্পের জন্য বিধায়ক বেঁচে গেলেও গুলিতে মৃত্যু হয়েছে দলের এক কর্মীর। গুরুতর জখম হয়েছেন একজন।
মঙ্গলবার সন্ধ্যায় জয়ের পর আপ বিধায়ক নরেশ যাদব মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় বিধায়ককে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর চারটি। অল্পের জন্য নরেশের গা ঘেঁষে গুলি বেরিয়ে যায় কিন্তু লাগে দুই কর্মীর গায়ে। ঘটনাস্থলে দুজন লুটিয়ে পড়েন। মদন মান নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুলিবিদ্ধ হরেন্দ্র, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পুলিশ মামলা রুজু করলেও বুধবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিধায়ক নরেশ বলেন, কেন গুলি চলল জানি না। তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে। সিসিটিভি থেকে সব পরিষ্কার হয়ে যাবে। আপের সাংসদ সঞ্জয় সিং ক্ষোভ উগরে দিয়ে বলেন, এটাই হল দিল্লির আইন-শৃঙ্খলা। এই গুণ্ডাগার্দির রাজনীতি কতদিন চলবে!































































































































