বিকল হয়ে পড়েছে লালবাজার কন্ট্রোল রুমের ফোনগুলি। কিছু যান্ত্রিক গোলযোগ থাকার কারণে ফোনগুলি বিকল হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল সাইটে অর্থাৎ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁরা জানিয়েছেন। সমস্ত ফোন করি তাঁরা দ্রুত ঠিক করার চেষ্টা করছে। ফোন গুলো ঠিক না হওয়া পর্যন্ত বিকল্প নম্বরও দেওয়া হয়েছে।
বিকল্প নম্বর গুলি হল : ৯৮৭৪৯০৩৪৬৫/৯৪৩২৬১০৪৪৬





























































































































