রোজভ্যালি কাণ্ডে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর

0
4

রোজভ্যালি মামলা নিয়ে তদন্তকারী সংস্থার নজরে এবার দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট। সোমবার সিবিআই-এর তরফে ওই দুই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই ব্যাঙ্কে রোজভ্যালির অ্যাকাউন্টের শেষ কয়েক বছরের ডিটেলস চাওয়া হয়েছে। সিবিআই-এর কাছে খবর রয়েছে, এই দুটি ব্যাঙ্ক থেকে বহু টাকা বিদেশে অন্য ব্যাঙ্কে সরিয়ে ফেলা হয়েছে। সেই অভিযোগ কতখানি সত্য, তা খতিয়ে দেখতেই সিবিআই-এর চিঠি এবং সমস্ত তথ্য জানতে চাওয়া। রোজভ্যালি দলের স্পনসর হওয়ায় ইতিমধ্যেই শাহরুখ খানের কে কে আর-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও স্থাবর সম্পত্তি নিয়ে ৭০কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। চিঠি ধরানো হয়েছে সেন্ট জেভিয়ার্সের মতো কলেজকেও।