কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে
সরকারি টাকায় রাজ্যের CAA বিরোধী বিজ্ঞাপন নিয়ে এবার রাজ্যপালকে নালিশ করলেন বিজেপি বিধায়করা। আজ, সোমবার এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেন।
বিজেপি বিধায়কদের দাবি, নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের আইনে পরিণত হওয়া CAA নিয়ে রাজ্য সরকার বিরোধিতা করে সরকারি টাকায় বিজ্ঞাপন করছে। জনগণের টাকা নয়ছয় করে অন্যান্য অনুষ্ঠান করছে। এটা কী করে সম্ভব?
পাশাপাশি, এদিন রাজ্য বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি বিধায়করা বললেন, এটা অসত্যের বাজেট। এই বাজেটে অর্থের যোগান কোথা থেকে আসবে তার কোনও সদুত্তর নেই। সবই কেন্দ্রের টাকায় হবে।
চা বাগানের শ্রমিকদের যে বাড়ি দেবে, আদিবাসীদের ভাতা দেবে, বিদ্যুতের মাশুল বিষয়ে ঘোষণা করা হয়েছে সেগুলো সবই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের একটা চমক বলে দাবি করেন গেরুয়া শিবিরের বিধায়করা।





























































































































