মোহনবাগান 1-0 হারালো পাঞ্জাব এফ সিকে

0
3

মোহনবাগান- ১  পঞ্জাব- ০

আই লিগে এক নম্বরেই থেকে গেল মোহনবাগান। রবিবার কল্যাণীতে তারা বাবা দিওয়ারির গোলে হারালো পাঞ্জাব এফ সিকে। কোচ কিবুর প্রতিটা পরিকল্পনাই এদিন সফল। বেইতিয়ার বুদ্ধিদীপ্ত ফ্রি কিকের সূত্রে মোহনবাগানের পাওয়া একটি গোল অফ সাইডের জন্য বাতিল হয়।