হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন চন্দ্রকোনা রোডের কাঞ্চনগিরি এলাকার বাসিন্দা সুনিতা খামরুই। রাত ১১টা নাগাদ পুত্রসন্তানের জন্ম দেন তিনি। রবিবার সকালে সদ্যোজাত শিশুপুত্রকে দেখতে আসেন ঠাকুমা ও দিদা। তাঁরা এসে বেলা ১১টা নাগাদ মায়ের পাশে নেই শিশু। খোঁজ শুরু হয় মাদার অ্যান্ড চাইল্ড হাবে।
জানা গেছে, নবজাতকের মা সেই সময় ঘুমন্ত অবস্থাযয় ছিলেন। বাইরে খাবার খেতে গিয়েছিলেন দিদা ও ঠাকুমা। ফিরে এসে দেখতে পান মায়ের পাশে নেই সদ্যোজাত। এরপরই দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও মেলেনি তার হদিশ।
বাচ্চা চুরির অভিযোগে সরব হয় সদ্যোজাতের পরিজনেরা। বাচ্চা ফিরিয়ে দেওয়ার দাবিতে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ইতিমধ্যেই মেদিনীপুর কোতোয়ালি থানায় বাচ্চা চুরির অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। যদিও গোটা বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার অবশ্য গোটা ঘটনার পিছনে দায়ি করেছেন রোগীর পরিজনদেরই। তাঁর দাবি, রোগীর পরিজনরা বাইরে থেকে আয়া নিয়ে আসেন তাঁদের দেখভাল করার জন্য। বারবার সরকারিভাবে সচেতন করা হলেও রোগীর পরিজনেরা কথা না শোনায় এ ধরনের ঘটনা ঘটেছে। একইসঙ্গে গোটা ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.