মেয়ের মা হলেন কল্কি

0
2

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। জানা গিয়েছে, শুক্রবার কন্যা সন্াতনের জন্ম দিয়েছেন তিনি।
ইসরায়েলের পিয়ানো শিল্পী গে হার্শবাগের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন কল্কি। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বয়ফ্রেন্ডের হার্শবাগের সন্তানের মা হতে চলেছেন তিনি। সন্তানের নাম নাকি আগেই ঠিক করে ফেলেছিলেন কল্কি।এমন নাম ঠিক করেছিলেন যা ছেলে অথবা মেয়ে দু’জনের ক্ষেত্রেই মানানসই হবে। গর্ভবতী থাকাকালীন ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছেন কল্কি। একটি পোস্টে কল্কি বলেছিলেন, ‘‘মাতৃত্বকালীন জার্নিতে প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন নাগরদোলায় চড়ছি। এই ন’মাসের জার্নিটা মোটেই সহজ নয়।’’ অভিনেত্রী জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এসবের জন্য প্রস্তুত ছিলেন না তিনি বা হার্শবাগ। এমনকী প্রথম দু’মাস সেভাবে কিছু বুঝতে পারেননি বলেই জানিয়েছিলেন তিনি। প্রথমবার সন্তানের অস্তিত্ব টের পাওয়ার পর  থেকেই অবশ্য আমূল পরিবর্তন আসে কল্কির মধ্যে।