ফের তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল কর্মী সংগঠনগুলি। শনিবার অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, আইবিএ-র সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির নতুন করে আলোচনা শুরু হয়েছে বেতন বৃদ্ধি নিয়ে।এই আলোচনা ভেস্তে গেলে আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ তারা ধর্মঘট করবে।
গত কয়েকবছর ধরে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে কর্মীদের সংগঠনগুলি। এ নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনাও চলছে। গত জানুয়ারিতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির আলোচনা ভেস্তে যাওয়ার পরে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ধর্মঘট করে মোট ন’টি ইউনিয়ন। কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করলে ফের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিল সংগঠনগুলি। তাদের দাবি কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধি করতে হবে। অন্যদিকে, ১২.২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। দাবি না মানা হলে আগামী ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের হুমকিও দিয়েছে তারা।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ। ফের তিনদিন ব্যাঙ্ক ধর্মঘট হলে আরও একবার ভোগান্তির শিকার হতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.