বুথ-ফেরত সমীক্ষা দেখেই জরুরি বৈঠক ডাকলেন শাহ

0
5

দিল্লির ভোট শেষ হওয়ামাত্রই সামনে এসেছে এক্সিট-পোলের রিপোর্ট৷ সেখানে দেখা যাচ্ছে আপ-এর তুলনায় অনেকটাই পিছিয়ে পদ্ম শিবির। সূত্রের খবর, বুথ-ফেরত সমীক্ষায় এতখানি হতাশজনক ফলের ইঙ্গিত মিলতেই জরুরি বৈঠক ডাকলেন অমিত শাহ৷ এই বৈঠকে দিল্লির সব সাংসদকে হাজির থাকতে বলা হয়েছে। দিল্লি ভোটের পরেই দিল্লির সাংসদদের নিয়ে শাহের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকে শাহ ছাড়াও বিজেপি সভাপতি জে পি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতাকে থাকতে বলা হয়েছে৷ মনে করা হচ্ছে, এত কিছু করার পরও কেন দিল্লিতে দলের এই অবস্থা সেই বিষয়েই আলোচনা হতে পারে৷ কৈফিয়তও চাওয়া হতে পারে দিল্লির নেতাদের কাছে৷