সিরিজ হারায় প্রাক্তনরা কোহলিদের রোটেশনকে কাঠগড়ায় তুললেন

0
3

টি-২০-র বদলা ওয়ান ডেতে। কিউইরা হারিয়ে দিল কোহলি ব্রিগেডকে। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা কোহলির দিকেই আঙুল তুলেছেন। ভিভিএস লক্ষ্মণ, সুনীল গাভাসকার যে কারণ ব্যাখ্যায় তুলে আনলেন,

১. জেতার ব্যাপারে অত্যধিক আত্মবিশ্বাস। জিততেই হবে, এই রকম ডু অর ডাই ম্যাচে শামিকে বিশ্রাম? এ সিরিজে দলের স্ট্রাইক বোলার।

২. শাস্ত্রী আর কোহলির এই রোটেশন পদ্ধতি দলের পক্ষে মোটেই শুভ নয়। শরীরে ক্লান্তি না থাকলে কেন সেরা খেলোয়াড়কে মাঠে নামানো হবে না!

৩. দলে ফিরে এসে মোটেই ফর্মের ধারে কাছে নেই বুমরাহ। তবু তার উপর অগাধ ভরসা। আর শেষ ওভারে বুমরা কিন্তু ডোবালেন।

৪. রাহুল ওপেনিং করছিলেন। শ্রেয়স চার নম্বরে। কেন মায়াঙ্ককে নেওয়া হলো? রাহুল আর পৃথ্বী ওপেন করলে একজন বোলার নেওয়া যেত। দলে কুলদীপ ঢুকলে বোলিং বৈচিত্র্য বাড়ত।

৫. কোহলি যে বলে আউট হয়েছেন, সেটা কোহলীয় পারফরম্যান্স নয়।