আপ কর্মীকে কেন চড় মারতে গেলেন অলকা লাম্বা?

0
8

আপাত নির্বিঘ্নে চলা দিল্লি বিধানসভা নির্বাচনে আচমকা ছন্দপতন। শনিবার, সকালে মঞ্জু কা টিলা এলাকায় আম আদমি পার্টি-র কর্মীদের সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রেই কংগ্রেস কর্মীদের বচসা বাধে। অভিযোগ, সেই সময় এক আপ কর্মীকে চড় মারার চেষ্টা করেন চাঁদনি চক কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। অলকার ছেলেকে নিয়ে ওই আপ কর্মী বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। আপ কর্মীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আপের তরফে সঞ্জয় সিং জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে দল। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দিল্লিতে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। শেষ পাওয়া খবরে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭ শতাংশ।

আরও পড়ুন-মোবাইল-নিষেধাজ্ঞা, ভোট না দিয়েই ফিরলেন অনেকে