ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌরের আফজালপুর পুলিশ স্টেশনের ভোলিয়া গ্রামে। মৃত বালকের নাম শ্রেয়াংস। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে মিলেছে একটি ফোন, যে ফোনে চলছিল ভগৎ সিং এর জীবনী। সেই ভিডিওটিতেই রয়েছে ভগৎ সিংকে ফাঁসি দেওয়ার দৃশ্য। আর সেই দৃশ্য দেখেই কৌতূহলবশত গলায় ফাঁস লাগায় সে। ঠিক এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গলায় ফাঁস লেগে যায় তার। মারা যায় সে। আর সেই সময় বাড়িতে কেউ না থাকায়, তাকে বাঁচানো যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার করা হয় মৃতদেহ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ। তাতেই স্পষ্ট হয়, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে ওই বালকের।































































































































