সিএএ নিয়ে বলতে উঠে চেপে ধরেন প্রধানমন্ত্রী। তোলেন ১৯৫০ সালে নেহরু-লিয়াকত চুক্তির কথা বলেন, আমি এখন তাঁর কথা বলছি যাঁকে আপনারা ভগবান মনে করেন। সেই সমঝোতাতেও নেহরু পাকিস্তানের সংখ্যালঘুদের প্রসঙ্গের কথা বলেছিলেন। কেন বলেছিলেন? নেহরু কী হিন্দুরাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন? তিনি কী ধর্মনিরপেক্ষ ছিলেন না! তিনি কী হিন্দু-মুসলিদের মধ্যে লড়াই লাগাতে চেয়েছিলেন! এ প্রসঙ্গে ভূপেন্দ্রনাথ দত্তর পাকিস্তান থেকে ভারতে চলে আসা, কিংবা যোগীন্দ্রনাথ মণ্ডলের ভারতে চলে আসার প্রসঙ্গও তোলেন। সংসদের ব্যাপক শোরগোলের মধ্যে মোদি বলেন, ১৯৮৪ সালে শিখদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছিল, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সে কথা মনে আছে? তখন কোথায় ছিল সংখ্যালঘুদের প্রসঙ্গ। সেই অভিযোগে অভিযুক্তকে রাজ্যের মুখ্যমন্ত্রীও করা হয়েছে! একবারও ভেবেছেন এই ন্যক্কারজনক ঘটনার কথা! বিরোধীদের ব্যাপক শোরগোলের মধ্যেই সুষ্ঠু আলোচনার আশা রেখে প্রধানমন্ত্রী তাঁর প্রায় এক ঘন্টার বেশি সময়ের বক্তব্য শেষ করেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































