সকালেই সোনারপুরে শ্যুটআউট। খুন স্থানীয় ব্যবসায়ী নারায়ণ বিশ্বাস। বৃহস্পতিবার, সকাল ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের রায়পুরে প্রতিদিনের মতো বাড়ির পাশের একটি পুকুরে মাছের খাবার দিতে যাচ্ছিলেন নারায়ণ বিশ্বাস। অভিযোগ, মুখ ঢাকা ৪ দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাঠের মধ্যে পড়ে যান তিনি। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো শত্রুতা বা জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে। এই প্রথম নয়, এর আগেও নারায়ণের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা। গুলিও করা হয় তাঁকে। সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও, এবার আর শেষ রক্ষা হল না। দিনের আলোয় শ্যুটআউটের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন-ট্যাংরা: বিক্ষোভের পরই ঘটনাস্থলে পুলিশ- ফরেনসিক৷ নতুন করে তদন্ত শুরু





























































































































