এবার একটানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

0
4

এখনই বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। এবার একটানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ঘণ্টায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। শুক্রবার এই বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলা বাঁকুড়া-পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও ঝাড়গ্রামে। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

তাপমাত্রা বেড়ে এখন শীতের আমেজ অনেকটাই কমেছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। তাই শনিবার পর্যন্ত বৃষ্টি হলেও রাতের তাপমাত্রা আর কমবে না। অবশ্য বৃষ্টি হলে কমতে পারে দিনের তাপমাত্রা।

আরও পড়ুন-KMC vote 23: হ্যাট্রিকের স্বপ্নে বিভোর বিজেপির বিজয়