ফের বড়সড় দুর্ঘটনা। বুধবার সকালে রাজারহাটের চাপাগাছি এলাকায় একটি অটো উল্টে আহত হয়েছেন ৮ জন। মৃত এক ব্যাক্তি। মৃতের নাম আব্দুল রউফ মোল্লা। তিনি লাউহাটির অর্জুনতলার বাসিন্দা।
জানা গিয়েছে, লাউহাটি থেকে ১২ জন যাত্রী নিয়ে ওই অটো রাজারহাটের দিকে যাচ্ছিল। চাপাগছি আসতেই অটোর এক্সেল ভেঙে যায়। এরপরেই গাড়িটি উল্টে যায়। এতে আহত হয় আট জন অটো যাত্রী। ঘটনাস্থলে সংজ্ঞা হারান আব্দুল রউফ মোল্লা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এছাড়াও একজনের মাথায় গুরুতর চোট রয়েছে। অন্যজনের মুখের বেশ কয়েকটি দাঁত ভেঙে গেছে। বাকিরা জখম অবস্থায় এক বেসরকার হাসপাতালে ভর্তি। স্থানীয় বাসিন্দারা জানান, গাড়িটি প্রচুর যাত্রী নিয়ে খুব দ্রুত গতিতে আসছিল বলেই এই ঘটনা ঘটেছে।





























































































































