হেগড়ে ‘রাবণের সন্তান’: কটাক্ষ অধীরের

0
5

গান্ধীজির বিরুদ্ধে কুকথার জেরে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়েকে একহাত নিলেন লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। দিনকয়েক আগে বেঙ্গালুরুতে এক জনসভায় বিজেপি নেতা মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘নাটক’ বলেন। মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “যে বা যাঁরা গান্ধীজির মতো জাতির জনককে এই ধরণের ভাষায় অপমান করতে পারে, সে বা তাঁরা রাবণের সন্তান ছাড়া কেউ হতে পারে না”।

এদিকে মন্তব্যের জেরে চাপের মুখে পড়েছেন বিজেপি সাংসদ। তাঁর যুক্তি, “যা বলেছি ঠিকই বলছি। তবে কারোর নাম করে বলিনি”। বিজেপি সাংসদের মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপিও তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “এঁরা সব রাবণের পূজারি। রামের পূজারিকে এঁরা অপমান করে। এঁরা মহাত্মাকে অপমান করে”। বিজেপির পক্ষ থেকে ওই মন্তব্যের হেগড়েকে জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।