এনআরসি এবং ক্যা–র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার বনগাঁ ও রানাঘাটে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,যারা ঘৃণা করে আমি তাদের সঙ্গে নেই। উদ্বাস্তুদের নিয়ে অনেকেই মিথ্যা বলেন। ভোটের জন্য অনেকেই মিথ্যা বলে, কুৎসা ছড়ায়। মিথ্যা কুৎসার ঝড় বইছে।আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ।মাথা বিকিয়ে দেওয়া যাবে না। আমি উদ্বাস্তুদের নিঃশর্তে জমির দলিল দিয়েছি। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর হঁশিয়ারি, বিজেপি তোমার কত শক্তি আছে আমি দেখতে চাই। বলেন, বিএসএনএল-এলআইসি বিক্রি করে দিচ্ছে। মতুয়াদের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। মতুয়াদের দিকে আগে কেউ তাকাতো না । তাদের জন্য স্টেশন তৈরি করে দিয়েছি।
বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যারা দাঙ্গা বাধায়, আমরা তাদের সঙ্গে নেই। আমরা ভোটের সময় ‘চৌকিদার’ বলিনা। বিপদের সময় নিঃশব্দে পাশে থাকি। তিনি ফের বলেন, এরাজ্যে এনআরসি, সিএএ হতে দেব না। এনআরসি করতে গেলে আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে। বিজেপির কত শক্তি আছে দেখতে চাই।
মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে গত তিনদিন ধরে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিধানসভা এলাকায় বুথ স্তর থেকে পুরসভা পর্যন্ত পথসভা করছেন তৃণমূল নেতারা। সেখানে সাধারণ মানুষকে তাঁরা বলছেন, বিজেপি–র ভুল বার্তায় কান দেবেন না। এদিন তিনি উদ্বাস্তুদের আশ্বস্ত করে বলেন, যারা এখনও জমির দলিল পাননি তারা জমির দলিল পাবেন। প্রসেসিং হতে যেটুকু সময় লাগবে। এমনকি মতুয়া ভোট ব্যাঙ্ক ধরে রাখতে তিনি তাঁর সরকারের খতিয়ান তুলে ধরেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.