বাজেটের আগে কৌশল! রাজ্যপালকে হেলিকপ্টার দিচ্ছে রাজ্য

0
6

রাজ্যপালের বিতর্কিত মন্তব্য বন্ধ করতে রাজ্যের কৌশল! শান্তিনিকেতনে উৎসবে যোগ দিতে রাজ্যপালকে হেলিকপ্টার দিচ্ছে রাজ্য সরকার। পরশু, বৃহস্পতিবার শান্তিনিকেতনে একটি উৎসবে যাবেন রাজ্যপাল। সেই কারণে নিয়ম মেনে রাজভবন থেকে আবেদনও করা হয়েছিল। রাজ্য সরকার তার অনুমোদন করেছে।

প্রশ্ন হলো কেন হঠাৎ, রাজ্যপাল নিয়ে সুর নরম রাজ্যের! ওয়াকিবহাল মহল মনে করছে, বাজেটের আগে প্রথা মেনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্র রাজভবনে গিয়েছিলেন। বেশ কিছু বিষয়ে তাঁদের কথা হয়। রাজ্যের আশঙ্কা, কেরলের রাজ্যপালের মতো বাজেট অধিবেশনে যদি তিনি বলেন, এটা আমার কথা নয়, সরকার যা লিখে দিয়েছে, সেটাই পড়ছি, তাহলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেই উষ্মা যাতে বিধানসভায় তৈরি না হয়, সেই কারণেই শিক্ষামন্ত্রীর দৌত্য। এবং রাজ্যপালের জন্য হেলিকপ্টার বরাদ্দ। যে কারণে রাজভবন থেকে বেরিয়ে এসে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কিছু বলেননি। লক্ষ্যণীয় রাজ্যপালও কোনও ট্যুইট করেননি। এখন দেখার বিষয়, রাজ্যপালের ‘ইগো স্যাটিসফাই’ করার পরেও কোনও অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয় কিনা!