পৃথ্বী, শুভমন দলে, ফিরছেন রোহিত

0
5

রোহিত শর্মা আর শিখর ধাওয়ান দলে নেই। কাল, বুধবার থেকে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে। তাহলে কে এল রাহুলের সঙ্গে ওপেন করবেন কে? পৃথ্বী শয়ের দিকেই পাল্লা ভারি। তৃতীয় ওপেনার হিসাবে থাকবেন মায়াঙ্ক আগরওয়াল।

ঘরোয়া ক্রিকেটে টানা রান করে ফের প্রচারের আলোয় পৃথ্বী। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সোমবার জানিয়ে দেন, রোহিতের জায়গায় নিউজিল্যান্ড যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে সফল শুভমন গিল। ফলে টেস্টে মায়াঙ্কের সঙ্গে ওপেন করার প্রবল সম্ভাবনা পৃথ্বীর। সম্প্রতি নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে আলোচনায় উঠে আসেন নাইট রাইডার্সের শুভমন।