প্রাকৃতিক পরিস্থিতি বদল! তবে কি এর জেরেই হচ্ছে বৃষ্টি?

0
7

আপাতত শীত রয়েছে রাজ্যে। তবে দার্জিলিংয়ে কখনও কখনও বৃষ্টির দেখা মিলছে। বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। বুধ বৃহস্পতি ও শুক্রবার হতে পারে বৃষ্টি। ঠিক এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি। প্রাকৃতিক পরিস্থিতিতে বদল আসায় বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা। তবে সপ্তাহের শেষের দিকে আবারও একটু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

চলতি মরশুমে বারবার বৃষ্টির কবলে পড়ছে শীত। তার অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। চলতি সপ্তাহে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার পিছনেও সেই ঝঞ্ঝা কাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার কলকাতায় তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তা তিন ডিগ্রি কম। এদিকে দিনের বেলা রোদের তেজ থাকলেও, কিছুটা সক্রিয় ছিল উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। বৃষ্টির পরিস্থিতি যত এগিয়ে আসবে, রাতের পারদ ততই চড়বে। তবে বৃষ্টির প্রভাব কেটে গেলে আবারও কমবে তাপমাত্রা পড়বে শীত।