ফের রাজভবনে পার্থ, এবার সঙ্গী অমিত! কিন্তু কেন?

0
4

গতকাল রবিবারের পর আজ সোমবার ফের রাজভবনে গেলেন রাজ্যের পরিষদীয় তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এদিন বিকেলে রাজভনে যান তিনি। তবে এবার একা নয়, তাঁর সঙ্গী ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে গিয়ে তাঁরা বেশ কিছুক্ষণ

রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন।

দুই মন্ত্রীর রাজভবন আগমন যে সৌজন্য ছিল না সেটা নিশ্চিত। কিন্তু রাজ্যপালের সঙ্গে ঠিক কী কী বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়েছে, সে ব্যাপারে কোনও পক্ষই মুখ খোলেননি। রাজভবন থেকে বেরোনোর সময় এই বৈঠক সম্পর্কে কিছুই বলতে চাননি পার্থ চট্টোপাধ্যায়।

তবে মনে করা হচ্ছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট অধিবেশন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। বাজেট বক্তব্য নিয়ে বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে বলেও সূত্রের খবর।