ফের পাইপলাইনে বিস্ফোরণ ঘটল অসমের ডিব্রুগড় জেলায়।অসমের ড্রিব্রুগড়ে ডিহং নদীতে জ্বালানি তেল মিশে গিয়ে বিস্ফোরণ হয়। বুড়ি দিহিং নদীর মধ্যে দিয়ে যাওয়া একটি পাইপে বিস্ফোরণ ঘটেছে। ফলে ডিব্রুগড় জেলার নাহরকাটিয়ার দীঘলিবিল এলাকার চাচনি গ্রামের কাছেই নদীবক্ষে দাউদাউ করে জ্বলছে আগুন। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটে শুক্রবার গভীর রাতে।অভিযোগ, বিগত তিনদিন ধরেই আগুন জ্বললেও দমকল, অয়েল ইন্ডিয়া ও ডিব্রুগড় তেল শোধনাগারের কর্তৃপক্ষ সব জেনেও কোনও পদক্ষেপ নেননি।
পুলিশের অনুমান তেল চুরির সময় নদীতে তেল পড়ে যায়। যার থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়।এদিকে, গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে কোনও মুহূর্তে আগুন আরও ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।এটি আদৌ দুর্ঘটনা না নাশকতা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর ও জোরহাট জেলায় বিশেষভাবে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (স্বাধীন)। এই বিস্ফোরণের নেপথ্যে তাদের হাত থাকতে পারে বলে মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, প্রায় চার দশক পর অসমে ফিরতে চলেছেন সংগঠনের প্রধান পরেশ বরুয়া। এপ্রিল মাসের মাঝামাঝি ‘রঙ্গালি বিহু’ উপলক্ষে ULFA’র সঙ্গে শান্তি চুক্তি হিসেবে অসমবাসীকে নয়া উপহার দিতে চলেছে মোদি সরকার। এহেন পরিস্থিতিতে এই বিস্ফোরণ নিয়ে ফের উদ্বিগ্ন প্রশাসন
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































