কনকনে শীত রাজ্যে, ফের বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে

0
5

কনকনে শীত রয়েছে রাজ্যে। তবে এই সপ্তাহের বুধবার থেকে হতে পারে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই বৃষ্টি। তবে আজ অর্থাৎ সোমবার আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকেই জাঁকিয়ে শীত পড়েছে কলকাতা সহ রাজ্যে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

গত সপ্তাহে টানা দু’দিন ধরে বৃষ্টির জেরে অস্বস্তিতে পড়ে ছিল রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে আজ থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটছে। যার জেরে হতে পারে বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে আকাশ মেঘলা থাকবে। গতকাল দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।