শতবর্ষের লাল-হলুদের লজ্জার হার, লিগ দৌড়ের আশা কার্যত শেষ

0
5

শতবর্ষের ক্লাবের ঘরের মাটিতে জঘন্য হার। সেই সঙ্গে আই লিগ প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনাও তলানিতে এসে ঠেকল। শনিবার ইন্ডিয়ান অ্যারোজের কাছে এক গোলে হেরে গেল লাল হলুদ জার্সি।

ডার্বি সহ পরপর তিনটি ম্যাচে হেরে কোচের দায়িত্ব ছেড়ে স্পেন চলে গিয়েছেন কোচ আলেকজান্দ্রো গার্সিয়া। দায়িত্ব নিয়েছেন সহকারী মারিও। কিন্তু কল্যাণীর মাঠে দুর্বল অ্যারোজের কাছে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো ইস্টবেঙ্গলকে। আই লিগে টিকে থাকতে গেলে আজকের ম্যাচে জিততেই হতো মার্কোসদের। কিন্তু একাধিক গোলের সুযোগ পেয়েও আসল কাজটি করতে ব্যর্থ হল দল। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরেছিলেন ক্রেসপি। কিন্তু প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৯মিনিটে অ্যারোজের বিক্রম প্রতাপের শট জালে জড়িয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি মার্কোসরা। শেষের দিকে ক্রোমাকে নামিয়েও লাভ হয়নি। তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি অ্যারোজের আক্রমণের ঝাঁজে দিশেহারা লেগেছে অভিজ্ঞ লাল-হলুদ শিবিরকে। ফলে খুশি ভেঙ্কটেশের দল। ৯ম্যাচে এখন ইস্টবেঙ্গলের পয়েন্ট ১১।