বাংলার রাজধানী কলকাতার বুকে দাঁড়িয়েই হিন্দিতে বলতে হবে ‘নমস্তে’। আর তার বিরোধিতা করেই শাস্তির মুখে পড়লেন তিন কর্মী। ঘটনাটি ঘটেছে ক্যামাক স্ট্রিটে ‘প্যান্টালুনস’-এর আউটলেটে। অভিযোগ, সেখানে তিনকর্মী দোকানে ক্রেতাদের বাংলায় ‘নমস্কার’ বলতে চেয়েছিলেন। কিন্তু কোম্পানির কড়া নির্দেশ, হিন্দিতেই বলতে হবে ‘নমস্তে’। এর প্রতিবাদ করেন ওই তিনজন। এর জেরে তাদের সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে নাগেরবাজারের প্যান্টালুনসের আউটলেট স্বাধীনতা দিবসের দিন ইংরেজি গানের বদলে, বাংলা বা হিন্দি গান চালানোর অনুরোধ করে কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছিলেন অপর এক কর্মী। এই ঘটনায় কর্মীদের মধ্যে উষ্মা ছিল। তাতেই ঘৃতাহুতি দেয় ক্যামাক স্ট্রিটের ঘটনা। রীতিমতো দোকানের ভেতরে ফ্লোরে বসে প্রতিবাদ জানান কর্মীরা। তাঁদের অভিযোগ, অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে তিন কর্মীকে। আউটলেটের বাকি কর্মীরা এই তিনজনের পাশে দাঁড়িয়েছেন। এর জেরে অচলাবস্থা দেখা দেয় শোরুমে। তবে, কর্তৃপক্ষের মতে, এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন কোম্পানিকে বদনাম করতে একটি গোষ্ঠী এই ধরনের কুৎসা রটাচ্ছে।
আরও পড়ুন-এবার রাজধানীর রাজপথেই সিএএ বিরোধী মিছিলে চলল গুলি!






























































































































