তীব্র ভূমিকম্পে কাঁপল জামাইকা ও কিউবা

0
3

ভূমিকম্পের কবলে জামাইকা ও কিউবা৷ মঙ্গলবার জামাইকা থেকে ৮০ মাইল দূরে, লুসিয়ায় মারাত্মক ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে , ভূমিকম্পের পর ওই এলাকায় পর পর আফটার শক হয়৷ রিখটার স্কেলের আফটার শকের মাত্রা ছিল ৬.১। এর ফলে আতঙ্কিত হয়ে মানুষ রাস্তায় নেমে পড়েন৷
নে৷ যার জেরে মৃত্যু হয় কমপক্ষে ১৮ জনের।
সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী
সুলেমান সোইলু বলেছেন, কম্পনের ফলে বেশকিছু বিল্ডিং ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।