বই লেখায় সেঞ্চুরি করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
গত বইমেলা পর্যন্ত সংখ্যাটা ছিল ৮৮। এ বছর ‘সেঞ্চুরি হাঁকিয়ে সেই সংখ্যা এসে দাঁড়ালো ১০১ নট আউট।
মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে এই পরিসংখ্যান প্রকাশ্যে এল।।
গীতবিতানের মতোই ৯৪৬টি কবিতায় সমৃদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবিতা বিতান’-সহ এ বারের সৃষ্টি ১৩টি বই। ছ’টি বাংলা, ছ’টি ইংরেজি, একটি উর্দু। মমতার যুক্তি, এটাই বৈচিত্রের মধ্যে ঐক্য। বাংলার সঙ্গে আরও ভাষা চর্চার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
তবে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বইয়ে মূল সুর জাতীয় নাগরিক পঞ্জি বা সংশোধিত নাগরিকত্ব আইন। ‘নাগরিক’, ‘মানুষের জন্য উন্নয়নের লক্ষ্যে’ কিংবা উর্দু শায়েরির বই ‘হিম্মত’-এ সেই প্রসঙ্গ এসেছে। ‘হোয়াই উই আর সেয়িং নো সিএএ, নো এনআরসি, নো এনপিআর’ শিরোনামে ইংরেজিতে ছোট বইও লিখেছেন তিনি।এই ইন্টারনেটের যুগেও নিজের লেখার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশের আনন্দ তিনি উপভোগ করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.