পাকিস্তান বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী আদনান সামিকে এ বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। যা নিয়ে এবার কেন্দ্রকে তোপ দাগল এনসিপি। দলের মুখপাত্র নবাব মালিক বলেন, “জয় মোদি” বললেই যে কোনও পাকিস্তানি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, আদনান সামিকে পদ্মশ্রী দিয়ে ১৩০ কোটি ভারতবাসীকে ‘অপমান করেছে মোদি সরকার।
আদনান ইস্যুতে অবশ্য চুপ করে নেই বিজেপি। দলীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, যোগ্য ব্যক্তি হিসেবেই আদনান সামি ওই পুরস্কার পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, আশা করছি এবার শাহিনবাগের বিক্ষোভকারীরা শিক্ষা পেয়েছেন। সামির যোগ্যতাকে সকলেট সম্মান জানানো উচিত।































































































































