শাহিনবাগের আন্দোলন ছড়াচ্ছে দেশ জুড়ে। শুরু দিল্লির শাহিনবাগে। তা কলকাতার পার্ক সার্কাস থেকে নিউ মার্কেট। এবার মুম্বইয়ে। শাহিনবাগের আন্দোলন পড়লো ৪৩দিনে, পার্ক সার্কাস ২২দিনে। এমনকি হাওড়ার পিলখানায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। অন্যদিকে শাহিনবাগের আন্দোলনকে দেশ বিরোধী আখ্যা দিতে রোজই বিজেপির তোপ চলছে। গতকাল, সোমবার বিজেপি মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ক্ষমতায় এলে আমরা একদিনের মধ্যে এই অন্দোলন বন্ধ করে দেব। বলা হয় দেশ বিরোধী আন্দোলন, স্লোগান, সব কিছুর শুরু এখান থেকেই।































































































































