সোমবার রাত পর্যন্ত যা পরিস্থিতি, হাড়োয়ার চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে সরস্বতী পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না। থানার ওসি জানান,” স্কুল কর্তৃপক্ষ পুজোর সিদ্ধান্ত নেন নি।” পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার কারণে ঝুঁকি নেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, আট বছর ধরে পুজো বন্ধ। এবারও পড়ুয়ারা পুজোর দাবি করেছিল। মানা হয় নি। তারা অবরোধে বসে। পুলিশ আসে নি। একদল দুষ্কৃতী তাদের উপর হামলা করে। প্রধানশিক্ষক আগেই জানিয়েছেন, তিনি একা সিদ্ধান্ত নেবেন না। এদিকে, প্রশাসন চোখ বুজে বসে আছে। ফলে এবারেও ঐ স্কুলে সরস্বতী পুজো ফের চালু করার অনুমতি মিলছে না।