গ্র্যামির মঞ্চে উত্তাপ ছড়িয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পিগি চপস

0
5

সাহসী, সাদা খোলামেলা গাউনে স্বামী নিক জোনাসের বাহুলগ্না হয়ে হাজির হয়েছিলেন গ্র্যামির মঞ্চে। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতি অনুষ্ঠানে যতই উত্তাপ বাড়াক না কেন, পোশাকের জন্য নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে পিগি চপসকে। পোশাকের ছবি ও ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। তারপরই শুরু হয় জোর বিতর্কি। তীব্র আক্রমণ শুরু হয় এই পোশাক নিয়ে। কেউ কেউ তো “ওই ধরনের পোশাক পরতে লজ্জা করে না” বলেও আক্রমণ করেন।
এমনকী, নিম্নমানের মহিলা বলে আক্রমণ করতেও পিছপা হননি কেউ কেউ। কারও কারও মতে এই পোশাক পরার জন্য ‘পাপি’ প্রিয়াঙ্কার নরকবাস হবে। সাদা উন্মুক্ত গাউন, নাভিতে হিরের স্টাডে গ্র্যামির সন্ধেয় নজর কেড়েছিলেন মিসেস জোনাস। তবে, সমালোচনার জবাবে এখনও কোনও মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন-করোনা ভাইরাস নিয়ে প্রতিরোধে মুখ্যসচিব-ডিজি’র সঙ্গে ভিডিও কনফারেন্স কেন্দ্রের