ভারতে থাকলে নোবেল পুরস্কার পেতাম না : অভিজিত

0
4

ভারতে গণতন্ত্রের ভিত পোক্ত করতে আরও শক্তিশালী বিরোধীর প্রয়োজন রয়েছে । গণতন্ত্রে ভারসাম্য বজায় রাখতে সরকারেরও উচিত বিরোধী শক্তিকে মর্যাদা দেওয়া।
রবিবার জয়পুর সাহিত্য উৎসবে এক প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়েছেন,
ভারতে থাকলে নোবেল পুরস্কার পেতেন না। এর কারণ হিসেবে তাঁর যুক্তি, ভারতে প্রতিভার অভাব নেই। কিন্তু কাঠামোগত সমস্যা আছে। তিনি বলেছেন, ‘‘এখান থেকে প্রচুর উপকৃত হয়েছি। বিশ্বের সেরা পড়ুয়ারা গবেষণা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাজের অনেকটা জুড়েই আসলে অন্য অনেকের অবদান রয়েছে।’’