‘উদ্বাস্তদের নাগরিকত্ব দেবই, কোনও বাপের বেটা আটকাতে পারবে না’ : দিলীপ

0
7

ডালখোলায় দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রা। শনিবার নাগরিকত্ব আইনের সমর্থনে এই সভায় দিলীপের মূল কথাই ছিল উদ্বাস্তুদের নিয়ে। বললেন, নাগরিকত্ব দিয়েছে নরেন্দ্র মোদি। কোনও বাপের বেটা তা আটকাতে পারবে না।অভিযোগ করলেন, বাংলার একটার পর একটা সরকার এসেছে ভোট নিয়েছে কিন্তু নাগরিকত্ব দেয়নি। আমরা ফর্ম দেব। সেখানে লিখতে হবে কবে এসেছেন। বাবা-মার নাম কী। তাহলেই মিলবে নাগরিকত্ব। আমরা সব উদ্বাস্তুকে নাগরিকত্ব দেব। দিলীপ এদিন জলপাইগুড়ি হাসপাতালকে মেডিক্যাল কলেজে পরিণত করার কেন্দ্রীয় চিঠির কথা উল্লেখ করে বলেন, এখানে এইমস তৈরি হওয়ার কথা ছিল। কিচ্ছু হয়নি। আমাদের পয়সা জলে গিয়েছে। এবার হবে। আমরা বলছি হবে। এদিন পুরুলিয়াতে অভিনন্দন যাত্রায় নেতৃত্ব দেন মুকুল রায়। পুরুলিয়া বাজার ধরে মিছিল যায়। মুকুলের বক্তব্যেও ছিল সিএএ-এনআরসি প্রসঙ্গ।

আরও পড়ুন-ফারাক চওড়া হচ্ছে! মুকুল রায়ের বক্তব্যের দায় নিলেন না দিলীপ ঘোষ