গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েই এবার হারল এবিভিপি। ছাত্র সংসদ নির্বাচনে এসএফআই, বাপসা ও এলডিএসএফ জোটের কাছে পরাজিত হল গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আঁতুড়ঘর বলে পরিচিত গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে এবিভিপি-কে উৎখাত করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি।
এসএফআইয়ের দাবি, জেএনইউ-এর রাস্তাতে হেঁটেই এই জয় পেয়েছে তারা। শিক্ষায়তনগুলিতে ফ্যাসিস্টদের সঙ্গে লড়েই কাঙ্ক্ষিত ফল পাওয়া গিয়েছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে গুজরাতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রত্যাখ্যান করেছে বলে মত বামপন্থী ছাত্র সংগঠনগুলির। যদিও, ফলের বিষয়ে কোনও মন্তব্য করেনি এবিভিপি। দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের জেরেই এই পট পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক মহল।































































































































