কঙ্গনা রানওয়াত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়, এই দুই অভিনেত্রীই বরাবর স্পষ্টভাষী। যে কোনও ইস্যু নিয়ে সবসময়েই সরব হন দু’জনে। কিন্তু তাঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা। কঙ্গনা যখন প্রকাশ্যে গেরুয়া সমর্থক, স্বস্তিকা তখন সোশ্যাল মিডিয়ায় মেরুকরণের রাজনীতি থেকে সংশোধিত নাগরিকত্ব আইন, সবেতেই মোদি সরকারের বিরুদ্ধে সরব। ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপি হারের পর তিনি রীতিমতো ফেসবুক পোস্টও করেছেন।
কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় নির্ভয়া ধর্ষকদের শাস্তি প্রসঙ্গে কঙ্গনা রানওয়াতের মন্তব্যকে এক হাত নিয়ে বলেছেন যে একজন নারী হয়ে কীভাবে ধর্ষকদের ‘মা’দের কটাক্ষ করতে পারেন কঙ্গনা? বৃহস্পতিবার আইনজীবী ইন্দিরা জয়সিংকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, “ওঁকেও ধর্ষকদের সঙ্গে জেলে রাখা হোক। ওঁর মতো মানুষই ধর্ষকদের জন্ম দেয়!”
কঙ্গনার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকার প্রশ্ন, ধর্ষণের মতো অপরাধের জন্য কি এবার ধর্ষকদের মা’দেরকে দায়ী করা হবে?




























































































































