নরেন্দ্র মোদি এই যুগের কালিদাস! কেন এমন বললেন কানাইয়া?

0
3

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ডালে বসে আছেন, সেই ডালই কাটছেন। উনি এই যুগের কালিদাস!” মোদিকে এমনভাবেই কটাক্ষ করলেন কানাইয়া কুমার।

তিনি বলেন, “মোদি সত্যি চা বিক্রি করতেন কিনা সেই বিতর্কে আমি যাচ্ছি না। ধরে নিলাম উনি চা বিক্রি করবেন। আর সেই চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হলেন। সংবিধান শপথ নিলেন। আর এখন সেই সংবিধানকেই মানছেন না। যাঁরা তাঁকে চা ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী বানালেন, তাদেরকেই তাড়াতে চাইছেন। আসলে উনি যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছেন, সেই সিঁড়িটাই সরিয়ে নিচ্ছেন। কালিদাসের মতো বুদ্ধি ওনার।”