পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেনের শেয়ার করা একটি ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। ১২ জানুয়ারি টুইটারে একটি কোলাজ ছবি শেয়ার করে বিস্তর বিপাকে পড়েছেন অভিনেত্রী। যার জন্য বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ওইদিন রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনটি ছবির একটি কোলাজ পোস্ট করেন অপর্ণা সেন। যার মধ্যে দু’টি ছবিতে দেখা গিয়েছে CAA ও NRC’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পোস্টার হাতে ধরনায় বসেছে উর্দি পরা একদল পুলিশ কর্মী। অন্য একটি ছবিতে স্পষ্ট রক্তাক্ত এক বালকের মুখ। তবে এই ছবির প্রেক্ষিতে কোনওরকম মন্তব্য করেননি অপর্ণা। বরং, ‘চুপ থাকাই বিচক্ষণতার লক্ষণ’ গোছের একটি ক্যাপশান দিয়েছেন। কখনও কখনও ছবিই যে প্রতিবাদের গুরুত্বপূর্ণ ভাষা হয়ে ওঠে, সেকথাই বোধহয় তুলে ধরতে চেয়েছেন নিজের পোস্টের মধ্য দিয়ে। অতঃপর সরাসরি আক্রমণের রাস্তায় না হেঁটে অপর্ণা লেখেন ‘কিছু বলব না’। এরপর পোস্টের পক্ষে এবং বিপক্ষে শতাধিক পালটা মন্তব্যের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের জন্যই অপর্ণার বিরুদ্ধে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন রাজারহাটের বাসিন্দা জয় চক্রবর্তী। আইনি নোটিসও গিয়েছে অভিনেত্রীর কাছে। নোটিসে জানতে চাওয়া হয়েছে, অপর্ণা কেন ভুয়ো ছবি পোস্ট করেছেন ১৫ দিনের মধ্যে তার যথাযথ কারণ না দেখাতে পারলে আইনের পথে হাঁটা হবে। জয় চক্রবর্তীর আইনজীবীর পাঠানো ওই চিঠিতে অভিযোগ তোলা হয়েছে, টুইটারে ব্যবহার করা ছবিগুলি আদতে আসল নয়। বরং নিজের রাজনৈতিক অবস্থান বোঝাতেই ফোটোশপে কারসাজি করে বিকৃত করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে অপর্ণা সেন মুখে কুলুপ এঁটেছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.